Total Pageviews

Friday 25 April 2014

Pandab Goenda Samagra I by Shashthipada Chattopadhyay




বাবলু বিলু ভোম্বল—তিনটি ছেলে। দুটি মেয়ে—বাচ্চু আর বিচ্ছু। এই নিয়ে ওরা পাঁচজন। পঞ্চপাণ্ডব। আর ওদের সঙ্গে আছে এক­­­­­­­­-চোখ-কানা একটি কালো দেশি কুকুর—পঞ্চু। রহস্য-রোমাঞ্চে ভরা যে-কোনও অভিযানে ওরা একজোট হয়ে বেরিয়ে পড়ে। ক্ষুদে এই গোয়েন্দাদলের বুকে দুর্জয় সাহস, বাহুতে অদম্য শক্তি। দু' ঘা খেলে চার ঘা কী করে ফিরিয়ে দিতে হয়, তা এরা বিলক্ষণ জানে। আর তাই এদের অভিযান মানেই ঘটনার ঘনঘটা। নিত্যনতুন পটভূমি। পদে পদে বিপদ। ক্ষণে ক্ষণে চমক। অথচ কী নিরীহভাবেই না শুরু হয় এদের অ্যাডভেঞ্চার। এই যেমন পাতাল রেল দেখতে এসে গঙ্গার ঘাটে কুড়িয়ে পাওয়া একটা মানিব্যাগ তাদের ছুটিয়ে নিয়ে গেল সেই সুদূর মধ্যপ্রদেশে। আর সে কী জটিল রহস্যজাল! গায়ে-কাঁটা-তোলা নানা ঘটনার নাটকীয় সমাবেশ। এক একরকম দুর্ধর্ষ অভিজ্ঞতা, টানটান উত্তেজনা। এই দুঃসাহসী আর নির্ভীক পাঁচজনকে নিয়ে তীব্র ও তাজা, অভিনব ও দুরন্ত সব কাহিনী এই বইয়ের পাতায় পাতায়। শুধু রোমাঞ্চই নয়, দেশভ্রমণের স্বাদ এবং জঙ্গল, পর্বত কিংবা মরু অভিযানের শিহরনে ঠাসা প্রতিটি কাহিনী। দু' খণ্ডে প্রকাশিত পাণ্ডব গোয়েন্দার সমগ্র অভিযানের এই প্রথম খণ্ডে রয়েছে প্রথম থেকে আঠাশতম অভিযান।



প্রাক্-দর্শন: